WBCS 2021 Bengali

1. The word 'claustrophobia' means (A) fear of darkness (B) fear of crowds (C) fear of confined spaces (D) fear of water 2. Fill in the blank with the suitable option: She from the bus and walked to the back-gate. (A) boarded (B) stepped (C) moved (D) alighted 3. To feel 'under the weather' means (A) feel depressed (B) feel uncomfortable (C) feel unwell (D) feel uncertain 4. The word vicissitude means (A) change (B) stagnation (C) uniformity (D) stability 5. The synonym of supercilious is (A) officious (B) superficial (C) delicious (D) haughty 6. The word 'officious' means (A) self-important (B) official (C) serious (D) enterprising 7. Fill in the blank with the suitable preposition: He presided ____ the meeting. (A) over (B) at (C) in (D) for 8. Select the correct answer to fill in the blank. The ship, with its crew _______ lost. (A) were (B) was (C) were getting (D) was being 9. A place where bees are kept — (A) Aviary (B) Abattoir (C) Granary fD) Apiary 10. Select the correct spelling: (A) Accommodition (B) Accommodation (C) Accomodation (D) Acommodation 11. Add a suitable prefix to form the opposite of the word 'capable'. (A) Uncapable (B) Noncapable (C) [ll-capable (D) Incapable 12. The expression ‘holier than thou' means (A) pure (B) religious (C) moralistic (D) sanctimonious 13. The idiomatic expression 'make both ends meet' means (A) get by (B) get over (C) get done (D) get well 14. The idiomatic expression, once in a blue moon, means (A) rarely (B) frequently (C) regularly (D) never 15. The antonym of the word weird is (A) Normal (B) Casual (C) Tired (D) Worried 16. Convert the given sentence into an interrogative sentence: I will meet you tomorrow. (A) Where will you meet me? (B) How will you meet me? (C) Will you meet me? (D) When will you meet me? 17. Fill in with a suitable preposition: He is taller than you _____ two inches. (A) with (B) of (C) in (D) by 18. The antonym of the word superficial is (A) Deep (B) Artificial (C) Apparent {D) True 19. The past tense of rewind is (A) rewinded (B) rewounded (C) rewound (D) None of the above 20. The 'serenity' of the place overwhelmed me. Replace the underlined word with a suitable word. (A) Noiselessness (B) Calmness (C) Isolation (D) Seclusion 21. Choose the right option: While I in the library, someone threw a ball through the window. (A) was sitting (B) was seated (C) had been sitting (D) am sitting 22. Which is the correct sentence? (A) Anone-eyed person was seen roaming about the streets. (B) A one-eyed person was seen roaming about the streets. (C) The one eyed person was seen roaming about the streets. (D) One-eyed person was seen roaming about the streets. 23. 'La Gioconda' (Mona Lisa) is ________ unique work of art. Fill in the blank with the suitable article. (A) the (B) an (C) a (D) this 24. Fill in the blank with the right option: He was offended _________ me unjustly. (A) at (B) for (C) with (D) towards 25. Choose the right word for love of oneself. (A) Hedonism (B) Masochism (C) Narcissism (D) Sadism 26. ভারতে টাকার নােট ছাপানাের দায়িত্ব আছে (A) অর্থমন্ত্রক-এর (B) প্রধানমন্ত্রী অফিস-এর (C) রিজার্ভ ব্যাংক এর (D) স্টেট ব্যাংক-এর 27. কে কলকাতায় এশিয়াটিক সােসাইটি প্রতিষ্ঠা করেন? (A) আলেকজান্ডার দ্যানিংহাম (B) জন স্টুয়ার্ট মিল (C) উইলিয়াম জোনস (D) ডেভিড হেয়ার 28. হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন (A) প্রধানমন্ত্রীর দ্বারা (B) রাষ্ট্রপতির দ্বারা (C) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা (D) ক্যাবিনেট-এর দ্বারা 29. কোনাে দোলনায় বসে থাকা লােকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল (A) বাড়বে (B) একই থাকবে (C) কমবে (D) শূন্য হাবে 30. ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউন উদ্বোধন করেন (A) 1905 সালে (B) 1911 সালে (C) 1931 সালে (D) 1947 সালে (26) নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতে টিনের সর্বাধিক উৎপাদক হল ঃ (A) রাজস্থান (B) ওড়িশা C) ঝাড়খণ্ড (D) ছত্তিশগড় 27. সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন ? (A) মৌৰ্য্য রাজবংশ (B) সেন রাজবংশ (C) হুসেনশাহী রাজবংশ (D) পাল রাজবংশ 28. কোন সুলতান সিংহাসনে আরােহণ করার আগে দাস ছিলেন না? (A) কুতুবউদ্দিন আইবক (B) ইলতুতমিস (C) আলাউদ্দিন খিলজি (D) বলবন 29. হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন (A) প্রধানমন্ত্রীর দ্বারা (B) রাষ্ট্রপতির দ্বারা (C) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা (D) ক্যাবিনেট-এর দ্বারা 30. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার” - কার উক্তি? (A) বিনায়ক দামােদর সাভারকার (B) বাসুদেব বলবন্ত ফাদকে (C) বাল গঙ্গাধর তিলক (D) বালকৃষ্ণ চাপেকার 31. June, 2021 হিসেবে ভারতের বর্তমান মুখ্য নির্বাচনী কমিশনার কে? (A) অনিল চৌহান (B) সুশীল চন্দ্র (C) সুনীল চন্দ্র (D) অনিল মালহােত্রা 32. কোন সুলতান সিংহাসনে আরােহণ করার আগে দাস ছিলেন (A) কুতুবউদ্দিন আইবক (B) ইলতুতমিস (C) আলাউদ্দিন খিলজি (D) বলবন 33. একটি ব্যাটারিতে 10টি কোষ আছে যার প্রতিটির তড়িচ্চালক বল হল 1V। যদি 2টি কোষ ভুলভাবে সংযুক্ত থাকে, তাহলে ব্যাটারির তড়িৎচ্চালক বল হবে (A) 8V (B) 10V (C)6V (D) 12v 34. কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে ‘সেফটি ভা তত্ত্ব প্রচার করেছিলেন? (A) এ.ও.হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে (B) লর্ড ডাফরিন, ভারত সভা সম্পর্কে (C) চার্লস টেগার্ট, জমিদারী সম্পর্কে (D) লর্ড মেকলে, ব্রিটিশ-ইন্ডিয়া লীগ সম্পর্কে 35. ‘চিপকো আন্দোলন হিসাবে পরিচিত - (A) নারীবাদী আন্দোলন (B) উপজাতীয় আন্দোলন (C) রাজনৈতিক আন্দোলন (D) জাতপাত আন্দোলন 36. ‘সন্ধ্যা’ শীর্ষজাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন ? (A) সতীশ চন্দ্র মুখােপাধ্যায়(B) ব্রহ্মবান্ধব উপাধ্যায় (C) শিশির কুমার ঘােষ (D) ভূপেন্দ্রনাথ দত্ত 37. পশ্চিমবঙ্গে 'Export Processing Zone' (EPZ)-এর কার্যাবলির সূত্রপাত ঘটে (A) রায়চকে (B) ফলতায় (C) কাকদ্বীপে (D) হলদিয়ায় 38. সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণিতে অবস্থিত? (A) কারাকোরাম (B) জাস্কার (C) পীরপাঞ্জাল (D) শিবালিক 39. তাপীয় পরিবাহিতা (k) এবং তড়িৎ পরিবাহিতা (𝛿) -র সাপেক্ষে হীরকের (diamond) থাকে (A) নিম্ন k ও উচ্চ 𝛿 (B) উচ্চ k ও নিম্ন 𝛿 (C) উচ্চ k ও উচ্চ 𝛿 (D) নিম্ন k এবং নিম্ন 𝛿 40. রামচরিতমানস-এর রচয়িতা হলেন (A) হরিসেন (B) হর্ষবর্ধন (C) তুলসীদাস (D) =দেব 41. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অ্যু ইন্ডিয়া’ বলা হয় ? (A) বদরউদ্দিন তৈয়বজী (B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী (C) গােপালকৃষ্ণ গােখলে (D) দাদাভাই নৌরজী 42. নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না? (A) বীণা দাস (B) শান্তি ও সুনীতি (C) মাতঙ্গিনী হাজরা (D) কল্পনা দত্ত 43. কার্লাইল সার্কুলার কী এবং কবে তা ঔপনিবেশিক ভারতে প্রবর্তিত হয় ? (A) একটি ডিক্রি যা প্রথম বিশ্বযুদ্ধের সময় রাজনৈতিক সম্মেলন নিষিদ্ধ করে। (B) একটি নীতি যার দ্বারা 1857-র পরে বিদ্যালয়ে ইংরেজী শিক্ষার প্রচলন ঘটে। (C) একটি ডিক্রি যা 1919-র পর ঔপনিবেশিক ভারতে অস্ত্রের ব্যবহার সীমিত করে। (D) একটি ডিক্রি যার বলে বঙ্গভঙ্গ বিরােধী জাতীয়তাবাদী আন্দোলনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ রােধ করবার উদ্যোগ। নেওয়া হয়। 44. গান্ধিজি প্রভাবিত হয়েছিলেন। (A) টলস্টয় দ্বারা (B) ডিকেন্স দ্বারা (C) মার্ক দ্বারা (D) লিংকন দ্বারা 45. Joseph Robinette Biden Jr. হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬-তম রাষ্ট্রপতি। তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন - (A) রিপাবলিকান পার্টি (B) লেবার পার্টি (C) ডেমােক্র্যাটিক পার্টি (D) ন্যাশনালিস্ট পার্টি 46. ভারতের আদমশুমারি 2011 অনুসারে, নিম্নলিখিত কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে? (A) চণ্ডীগড় (B) পুদুচেরি ) লাক্ষাদ্বীপ দমন ও দিউ 47. পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য-সাথী প্রকল্পের বীমা প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করে ? (A) 50% (B) 75% (C) 100% (D) উপরের কোনােটিই নয় 48. মার্চ, 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশনটি বানিয়েছে তার নাম (A) প্রিয়দর্শিনী (D) দক্ষিণ গঙ্গোত্রী 48. (B) ভারতী (C) মৈত্রী 49. ভারতে আমদানীকৃত পণ্য দ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথমে ? (A) সােনা (B) প্লাটিনাম (C) পেট্রোলিয়াম পণ্য (D) অশােধিত পেট্রোলিয়াম পণ্য 50. 1857-এর পরে প্রথম কোন রাজনৈতিক হত্যাটি ভারতের সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করে ? (A) চাপেকর ভ্রাতৃদ্বয়ের ব্রিটিশ শাসক ডাব্লু.সি. রান্ড-কে হত্যা (B) ভগত সিং ও শিবরাম রাজগুরুর ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্স-কে হত্যা (C) মদনলাল ধিংড়া কর্তৃক উইলিয়াম হাট কার্জন উইলি-কে হত্যা। (D) অনন্ত লক্ষ্মণ কাহ্নেরে কর্তৃক পুলিশ কর্তা জ্যাকসন হত্যা 51. নির্বাচন কমিশন গঠন করেন (A) উপরাষ্ট্রপতি (B) প্রধানমন্ত্রী (C) রাষ্ট্রপতি (D) ভারতের প্রধান বিচারপতি 52. একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুর একই গতিশক্তি আছে। তাহলে (A) ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে। (B) হালকা বস্তুটির অধিক ভরবেগ থাকবে। (C) দুটির ভরবেগ সমান হবে। (D) দুটির একই কৌণিক ভরবেগ থাকবে। 53. 0 K এ থাকা শুদ্ধ সিলিকন হল - (A) অর্ধপরিবাহী (B) ধাতু (C) অন্তরক (D) অতিপরিবাহী 54. সৌরচুল্লী কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? (A) বােলােমিটার (B) পাইরােমিটার (C) গ্রিনহাউস (D) সৌর আলােকতড়িৎ 55. কোষ মনসবের অর্থ হল (A) পদ বা পদমর্যাদা (B) সেনানায়ক (C) নিষ্কর ভূমিদান (D) ধর্মগ্রন্থ 56. কোনাে জলাধারে ভাসতে থাকা নৌকার যাত্রীরা যদি জলাধার থেকে জলপান করে, তবে জলাধারের জলের লেভেল কী হবে ? (A) নীচে নেমে যাবে। (B) উপরে উঠবে। (C) বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভর করবে। (D) একই থাকবে। 57. কে বলেছেন, “চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে”? (A) মার্টিন লুথার কিং (B) এম.কে. গান্ধী (C) নেলসন ম্যান্ডেলা (D) কার্ল মার্ক্স 58. 2018 তে মুক্তি পাওয়া ‘প্যাডমান’ হিন্দি সিনেমাটি যাঁর জীবনের সত্য ঘটনায় আধারিত, তিনি হলেন (A) Arunachalam Muruganantham (B) R. Balki (C) Akshay Kumar (D) Bindeshwar Pathak 59. ভারতের সংবিধান অনুসারে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায় (A) 21 (B) 49 (C) 73 (D) 370 60. গত দশ বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে? (A) 8 (B) 6 (C) 5 (D) 3 61. সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স (A) 60 বৎসর (B) 62 বৎসর (C) 65 বৎসর (D) 70 বৎসর। 62. কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয় ? (A) 1956 সালে। (B) 1947 সালে (C) 1948 সালে (D) 1951 সালে। 63. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল (A) মহেন্দ্রগিরি (B) নীলগিরি (C) জিন্দাগাদা (D) আনাইমুদি 64. একটি হিটারের তারের দৈর্ঘ্য 10% কমালে, হিটারের ক্ষমতা (A) আনুমানিক 9% বাড়বে। (B) আনুমানিক 11% বাড়বে। (C) আনুমানিক 19% বাড়বে। (D) আনুমানিক 10% কমবে। 65. নেতাজীর আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? (A) সিংহ (B) হস্তি (C) ব্যাঘ (D) গণ্ডার 66. ভারতে প্রত্যক্ষ কর কোনটি ? (A) VAT (B) জি.এস.টি (C) সম্পদকর (D) শুল্ককর 67. আদর্শ গ্যাসের অণুর জন্য RMS বেগ এবং most probable বেগের অনুপাত হল। (A) √3 : 1 (B) 1: √3 (C) √3:√2 (D) √2: √3 68. গবেষকরা সাম্প্রতিককালে মহাবালেশ্বরের গুহায় বাদুড়ের শরীরে নীচের কোন ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কার করেন? (A) নিপা (B) ইবােলা (C) কোভিড 19 (D) জিকা 69. ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত (A) তামিলনাড়ুতে (B) অন্ধ্রপ্রদেশে (C) মহারাষ্ট্রে (D) গুজরাটে 70. কোন মধ্যযুগীয় শাসক আইন-ই-দহশালা প্রবর্তন করেন ? (A) বলবন (B) ফিরােজ তুঘলক (C) শের শাহ (D) আকবর 71. “স্বরাজ আমার জন্মগত অধিকার”- কার উক্তি ? (A) বিনায়ক দামােদর সাভারকর (B) বাসুদেব বলবন্ত ফাকে (C) বাল গঙ্গাধর তিলক (D) বালকৃষ্ণ চাপেকার 72. ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? (A) আকবর (B) শের শাহ (C) মুহম্মদ বিন তুঘলক (D) আলাউদ্দিন খিলজি (C) 46 গুণ দ্রুত চলবে। (D) 46 গুণ ধীরে চলবে। 73. পৃথিবীপৃষ্ঠে সঠিক সময় রাখা একটি পেন্ডুলামকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, তবে সেটি (A) সঠিক সময় দেবে। (B) 6 গুণ দ্রুত চলবে। (C) √6 গুণ দ্রুত চলবে। (D) √6 গুণ ধীরে চলবে। 74. 2020 সালের ‘রাজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কার পান নীচের কোন ক্রিকেটার ? (A) বিরাট কোহলি। (B) শিখর ধাওয়ান। (C) সুরেশ রায়না (D) রােহিত শর্মা 75. ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে - (A) 1990 সালে (B) 1993 সালে (C) 1995 সালে (D) 2002 সালে 76. পুনর্ভবা ও আত্রেয়ী হল নিম্নলিখিত নদীটির শাখানদী : (A) তাের্সা (B) তিস্তা (C) জলঢাকা (D) রায়ডাক 77. রম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন (1922-24)? (A) তন্ধুতুরী প্রকাশাম পান্টুলু (B) তিরুপ্পা কুমারান (C) পুলি থেভান। (D) আলুরি সীতা রামা রাজু 78. মহাত্মা গান্ধির অসহযােগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? (A) তাঁর চশমা (B) তাঁর চরকা (C) তাঁর ছড়ি (D) তাঁর টুপি 79. নীতি-আয়ােগ গঠিত হয়। (A) পয়লা জানুয়ারী, 2015 তারিখে

No comments:

ads