ভারতের জাতীয় উদ্যান -রাজ্য ভিত্তিক তালিকা | National Parks of India- State-wise List

জাতীয় উদ্যান (National Park) কাকে বলে ?

কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, বিশেষ বাসস্থান কেন্দ্রিক সংরক্ষিত অরণ্য যেখানে সেই বাসস্থানের উপযোগী প্রাণীদের সংরক্ষণ করা হয়, তাকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক (National Park) বলে ।
 
ভারতে মোট 104 টি ন্যাশনাল পার্ক অবস্থিত । এর মধ্যে সবথেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং মধ্যপ্রদেশে । এদের প্রত্যেকটিতে 9 টি করে ন্যাশনাল পার্ক রয়েছে । পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কের সংখ্যা 6 টি ।
 
 

রাজ্যভিত্তিক জাতীয় উদ্যানের তালিকা (State wise List of National Parks)

আন্দামান  নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman and Nicobar Islands)

  1. ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান (Campbell Bay NP)
  2. গ্যালাথিয়া বে জাতীয় উদ্যান (Galathea Bay NP)
  3. মহাত্মা গান্ধী মেরিন বা ওয়ান্দুর জাতীয় উদ্যান (Mahatma Gandhi Marine (Wandoor) NP)
  4. মিডল্ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান (Middle Button Island NP)
  5. মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান (Mount Harriet NP)
  6. নর্থ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান (North Button Island NP)
  7. রাণী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান (Rani Jhansi Marine NP)
  8. স্যাডল্ পিক জাতীয় উদ্যান (Saddle Peak NP)
  9. সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান (South Button Island NP)
    • এটি ভারতের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক (0.03 বর্গ কিমি)
 

অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)

  1. পাপিকোন্ডা জাতীয় উদ্যান (Papikonda NP)
  2. রাজীব গান্ধী জাতীয় উদ্যান (Rajiv Gandhi NP)
  3. শ্রী ভেঙ্কটেশ্বরা জাতীয় উদ্যান (Sri Venkateswara NP)
 

অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)

  1. মৌলিং জাতীয় উদ্যান (Mouling NP)
  2. নামদাফা জাতীয় উদ্যান (Namdapha NP)
 
 
 

আসাম (Assam)

  1. ডিব্রু-সইখোয়া জাতীয় উদ্যান (Dibru-Saikhowa NP)
  2. কাজিরাঙা জাতীয় উদ্যান (Kaziranga NP)
    • একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় 
  3. মানস জাতীয় উদ্যান (Manas NP)
  4. নামেরি জাতীয় উদ্যান (Nameri NP)
  5. রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান (Rajiv Gandhi Orang NP)
 

বিহার (Bihar)

  1. বাল্মিকী জাতীয় উদ্যান (Valmiki NP)
 

ছত্তিশগড় (Chhattisgarh)

  1. গুরু ঘাসিদাস (সঞ্জয়জাতীয় উদ্যান (Guru Ghasi Das (Sanjay) NP)
  2. ইন্দ্রাবতী জাতীয় উদ্যান (Indravati NP)
  3. ক্যাঙ্গেরঘাটি জাতীয় উদ্যান (Kanger Ghati NP)

 

গোয়া (Goa)

  1. ভগবান মহাবীর বা মোল্লেম জাতীয় উদ্যান (Bhagwan Mahavir/Mollem NP)
 

গুজরাট (Gujarat)

  1. ব্ল্যাকবাক জাতীয় উদ্যান (Blackbuck NP, Velavadar)
  2. গির ফরেস্ট জাতীয় উদ্যান (Gir Forest NP)
    • সমগ্র এশিয়া মহাদেশ কেবলমাত্র এখানেই এশিয়াটিক সিংহ বাস করে 
  3. কচ্ছ উপসাগর মেরিন জাতীয় উদ্যান (Gulf of Kutch Marine NP)
  4. বাঁসদা জাতীয় উদ্যান (Vansda NP)
 

হরিয়ানা (Haryana)

  1. কালেসর জাতীয় উদ্যান (Kalesar NP)
  2. সুলতানপুর জাতীয় উদ্যান (Sultanpur NP)
 

হিমাচল প্রদেশ (Himachal Pradesh)

  1. গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান (Great Himalayan NP)
  2. ইন্দারকিলা জাতীয় উদ্যান (Inderkilla NP)
  3. ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান (Khirganga NP)
  4. পিন ভ্যালি জাতীয় উদ্যান (Pin Valley NP)
  5. সিম্বালবারা জাতীয় উদ্যান (Simbalbara NP)
 

জম্মু  কাশ্মীর (Jammu and Kashmir UT)

  1. দাচিগাম জাতীয় উদ্যান (Dachigam NP)
  2. কিস্তওয়ার জাতীয় উদ্যান (Kishtwar NP)
  3. সালিম আলি জাতীয় উদ্যান (Salim Ali NP)
 

ঝাড়খন্ড (Jharkhand)

  1. বেত্‌লা জাতীয় উদ্যান (Betla NP)
 

কর্ণাটক (Karnataka)

  1. অনসি জাতীয় উদ্যান (Ansi NP)
  2. বন্দীপুর জাতীয় উদ্যান (Bandipur NP)
  3. বানেরঘাটা জাতীয় উদ্যান (Bannerghatta NP)
  4. কুদ্রেমুখ জাতীয় উদ্যান (Kudremukh NP)
  5. নাগাপহোলে বা রাজীব গান্ধী জাতীয় উদ্যান (Nagarhole (Rajiv Gandhi) NP)
 

কেরালা (Kerala)

  1. আনামুদী শোলা জাতীয় উদ্যান (Anamudi Shola NP)
  2. এরাভিকুলাম জাতীয় উদ্যান (Eravikulam NP)
  3. মথিকেটান শোলা জাতীয় উদ্যান (Mathikettan Shola NP)
  4. পাম্বাদুম শোলা জাতীয় উদ্যান (Pambadum Shola NP)
  5. পেরিয়ার জাতীয় উদ্যান (Periyar NP)
  6. সাইল্যান্ট জাতীয় উদ্যান (Silent Vally NP)
 

লাদাখ (Ladakh UT)

  1. হেমিস জাতীয় উদ্যান (Hemis NP)
    • এটি ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক 
 

মধ্য প্রদেশ (Madhya Pradesh)

  1. বান্ধবগড় জাতীয় উদ্যান (Bandhavgarh NP)
  2. কান্‌হা জাতীয় উদ্যান (Kanha NP)
  3. মাধব জাতীয় উদ্যান (Madhav NP)
  4. মন্ডলা প্ল্যান্ট ফসিল জাতীয় উদ্যান (Mandla Plant Fossils NP)
    • এটি ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক
    • ভারতের মূল ভূখন্ডের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক (0.27 বর্গ কিমি)
  5. পান্না জাতীয় উদ্যান (Panna NP)
  6. পেঞ্চ বা প্রিয়দর্শিনী জাতীয় উদ্যান (Pench (Priyadarshini) NP)
  7. সঞ্জয় জাতীয় উদ্যান (Sanjay NP)
  8. সাতপুরা জাতীয় উদ্যান (Satpura NP)
  9. বনবিহার জাতীয় উদ্যান (Van Vihar NP)

 

মহারাষ্ট্র (Maharashtra)

  1. চান্দোলী জাতীয় উদ্যান (Chandoli NP)
  2. গুগামল জাতীয় উদ্যান (Gugamal NP)
  3. নাভেগাঁও জাতীয় উদ্যান (Navegaon NP)
  4. পেঞ্চ জাতীয় উদ্যান (Pench NP)
  5. সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান (Sanjay Gandhi (Borivali) NP)
  6. তাদোবা জাতীয় উদ্যান (Tadoba NP)
 

মণিপুর (Manipur)

  1. কেইবুল লামজাও জাতীয় উদ্যান (Keibul Lamjao NP)
    • এটি পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান 
 

মেঘালয় (Meghalaya)

  1. বালফাকরাম জাতীয় উদ্যান (Balphakram NP)
  2. নকরেক জাতীয় উদ্যান (Nokrek NP)
 

মিজোরাম (Mizoram)  

  1. ফাওনপুই ব্লু মাউন্টেইন জাতীয় উদ্যান (Phawngpui Blue Mountain NP)
  2. মুরলেন জাতীয় উদ্যান (Murlen NP)
 

নাগাল্যান্ড (Nagaland)

  1. ইনটাংকি জাতীয় উদ্যান (Intanki NP)
 

ওড়িশা (Odisha)

  1. ভিতরকণিকা জাতীয় উদ্যান (Bhitarkanika NP)
  2. শিমলিপাল জাতীয় উদ্যান (Shimlipal NP)
 
 
 

রাজস্থান (Rajasthan)

  1. ডেজার্ট জাতীয় উদ্যান (Desert NP)
    • গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাওয়া যায় 
  2. কেওলাদেও জাতীয় উদ্যান (Keoladeo NP)
    • পূর্ব নাম Bharatpur Bird Sanctuary
    • UNESCO World Heritage site
    • সাইবেরিয়ান ক্রেন বা সারস দেখতে পাওয়া যায় 
  3. মুকুন্দ্রা বা ডারা জাতীয় উদ্যান (Mukundra (Darrah) NP)
  4. রনথম্ভোর জাতীয় উদ্যান (Ranthambore NP)
  5. সারিস্কা জাতীয় উদ্যান (Sariska NP)
 

সিকিম (Sikkim)

  1. কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান (Khangchendzonga NP)
 

তামিলনাড়ু (Tamil Nadu)

  1. গুইন্দি জাতীয় উদ্যান (Guindy NP)
  2. গাল্ফ অব মান্নার মেরিন জাতীয় উদ্যান (Gulf of Mannar Marine NP)
  3. ইন্দিরা গান্ধী বা আনাইমালাই জাতীয় উদ্যান (Indira Gandhi (Annamalai ) NP)
  4. মুদুমালাই জাতীয় উদ্যান Mudumalai NP
  5. মুকুরথি জাতীয় উদ্যান (Mukurthi NP)
 

তেলেঙ্গানা (Telangana)

  1. কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান (Kasu Brahmananda Reddy NP)
  2. মহাবীর হরিণ বনস্থলী জাতীয় উদ্যান  (Mahavir Harina Vanasthali NP)
  3. মৃগাবনী জাতীয় উদ্যান (Mrigavani NP)
 

ত্রিপুরা (Tripura)

  1. বাইসন বা রাজবাড়ী জাতীয় উদ্যান (Bison (Rajbari) NP)
  2. ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান (Clouded Leopard NP)
 

উত্তর প্রদেশ (Uttar Pradesh)

  1. দুধওয়া জাতীয় উদ্যান (Dudhwa NP)
 

উত্তরাখন্ড (Uttarakhand)

  1. গঙ্গোত্রী জাতীয় উদ্যান (Gangotri NP)
  2. গোবিন্দ পশু জাতীয় উদ্যান (Govind Pashu NP)
  3. জিম করবেট জাতীয় উদ্যান (Jim Corbett NP)
    • এটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক (1936)
    • এর পূর্ব নাম ছিল হ্যালি ন্যাশনাল পার্ক (Hailey National Park)
  4. নন্দাদেবী জাতীয় উদ্যান (Nanda Devi NP)
  5. রাজাজী জাতীয় উদ্যান (Rajaji NP)
  6. ভ্যালি অব ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান (Valley of Flowers NP)
 

পশ্চিমবঙ্গ (West Bengal)

  1. বক্সা জাতীয় উদ্যান (Buxa NP)
  2. গরুমারা জাতীয় উদ্যান (Gorumra NP)
  3. জলদাপাড়া জাতীয় উদ্যান (Jaldapara NP)
  4. নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান (Neora Vally NP)
  5. সিঙ্গালিলা জাতীয় উদ্যান (Singalila NP)
  6. সুন্দরবন জাতীয় উদ্যান (Sundarbans NP)
    • UNESCO World Heritage Site
    • রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত 

No comments:

ads