ভারতের জাতীয় উদ্যান -রাজ্য ভিত্তিক তালিকা | National Parks of India- State-wise List
জাতীয় উদ্যান (National Park) কাকে বলে ?
কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, বিশেষ বাসস্থান কেন্দ্রিক সংরক্ষিত অরণ্য যেখানে সেই বাসস্থানের উপযোগী প্রাণীদের সংরক্ষণ করা হয়, তাকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক (National Park) বলে ।
ভারতে মোট 104 টি ন্যাশনাল পার্ক অবস্থিত । এর মধ্যে সবথেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং মধ্যপ্রদেশে । এদের প্রত্যেকটিতে 9 টি করে ন্যাশনাল পার্ক রয়েছে । পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কের সংখ্যা 6 টি ।
রাজ্যভিত্তিক জাতীয় উদ্যানের তালিকা (State wise List of National Parks)
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman and Nicobar Islands)
- ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান (Campbell Bay NP)
- গ্যালাথিয়া বে জাতীয় উদ্যান (Galathea Bay NP)
- মহাত্মা গান্ধী মেরিন বা ওয়ান্দুর জাতীয় উদ্যান (Mahatma Gandhi Marine (Wandoor) NP)
- মিডল্ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান (Middle Button Island NP)
- মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান (Mount Harriet NP)
- নর্থ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান (North Button Island NP)
- রাণী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান (Rani Jhansi Marine NP)
- স্যাডল্ পিক জাতীয় উদ্যান (Saddle Peak NP)
- সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান (South Button Island NP)
- এটি ভারতের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক (0.03 বর্গ কিমি)
অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)
- পাপিকোন্ডা জাতীয় উদ্যান (Papikonda NP)
- রাজীব গান্ধী জাতীয় উদ্যান (Rajiv Gandhi NP)
- শ্রী ভেঙ্কটেশ্বরা জাতীয় উদ্যান (Sri Venkateswara NP)
অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)
- মৌলিং জাতীয় উদ্যান (Mouling NP)
- নামদাফা জাতীয় উদ্যান (Namdapha NP)
আসাম (Assam)
- ডিব্রু-সইখোয়া জাতীয় উদ্যান (Dibru-Saikhowa NP)
- কাজিরাঙা জাতীয় উদ্যান (Kaziranga NP)
- একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় ।
- মানস জাতীয় উদ্যান (Manas NP)
- নামেরি জাতীয় উদ্যান (Nameri NP)
- রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান (Rajiv Gandhi Orang NP)
বিহার (Bihar)
- বাল্মিকী জাতীয় উদ্যান (Valmiki NP)
ছত্তিশগড় (Chhattisgarh)
- গুরু ঘাসিদাস (সঞ্জয়) জাতীয় উদ্যান (Guru Ghasi Das (Sanjay) NP)
- ইন্দ্রাবতী জাতীয় উদ্যান (Indravati NP)
- ক্যাঙ্গেরঘাটি জাতীয় উদ্যান (Kanger Ghati NP)
গোয়া (Goa)
- ভগবান মহাবীর বা মোল্লেম জাতীয় উদ্যান (Bhagwan Mahavir/Mollem NP)
গুজরাট (Gujarat)
- ব্ল্যাকবাক জাতীয় উদ্যান (Blackbuck NP, Velavadar)
- গির ফরেস্ট জাতীয় উদ্যান (Gir Forest NP)
- সমগ্র এশিয়া মহাদেশ কেবলমাত্র এখানেই এশিয়াটিক সিংহ বাস করে ।
- কচ্ছ উপসাগর মেরিন জাতীয় উদ্যান (Gulf of Kutch Marine NP)
- বাঁসদা জাতীয় উদ্যান (Vansda NP)
হরিয়ানা (Haryana)
- কালেসর জাতীয় উদ্যান (Kalesar NP)
- সুলতানপুর জাতীয় উদ্যান (Sultanpur NP)
হিমাচল প্রদেশ (Himachal Pradesh)
- গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান (Great Himalayan NP)
- ইন্দারকিলা জাতীয় উদ্যান (Inderkilla NP)
- ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান (Khirganga NP)
- পিন ভ্যালি জাতীয় উদ্যান (Pin Valley NP)
- সিম্বালবারা জাতীয় উদ্যান (Simbalbara NP)
জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir UT)
- দাচিগাম জাতীয় উদ্যান (Dachigam NP)
- কিস্তওয়ার জাতীয় উদ্যান (Kishtwar NP)
- সালিম আলি জাতীয় উদ্যান (Salim Ali NP)
ঝাড়খন্ড (Jharkhand)
- বেত্লা জাতীয় উদ্যান (Betla NP)
কর্ণাটক (Karnataka)
- অনসি জাতীয় উদ্যান (Ansi NP)
- বন্দীপুর জাতীয় উদ্যান (Bandipur NP)
- বানেরঘাটা জাতীয় উদ্যান (Bannerghatta NP)
- কুদ্রেমুখ জাতীয় উদ্যান (Kudremukh NP)
- নাগাপহোলে বা রাজীব গান্ধী জাতীয় উদ্যান (Nagarhole (Rajiv Gandhi) NP)
কেরালা (Kerala)
- আনামুদী শোলা জাতীয় উদ্যান (Anamudi Shola NP)
- এরাভিকুলাম জাতীয় উদ্যান (Eravikulam NP)
- মথিকেটান শোলা জাতীয় উদ্যান (Mathikettan Shola NP)
- পাম্বাদুম শোলা জাতীয় উদ্যান (Pambadum Shola NP)
- পেরিয়ার জাতীয় উদ্যান (Periyar NP)
- সাইল্যান্ট জাতীয় উদ্যান (Silent Vally NP)
লাদাখ (Ladakh UT)
- হেমিস জাতীয় উদ্যান (Hemis NP)
- এটি ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক ।
মধ্য প্রদেশ (Madhya Pradesh)
- বান্ধবগড় জাতীয় উদ্যান (Bandhavgarh NP)
- কান্হা জাতীয় উদ্যান (Kanha NP)
- মাধব জাতীয় উদ্যান (Madhav NP)
- মন্ডলা প্ল্যান্ট ফসিল জাতীয় উদ্যান (Mandla Plant Fossils NP)
- এটি ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক
- ভারতের মূল ভূখন্ডের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক (0.27 বর্গ কিমি)
- পান্না জাতীয় উদ্যান (Panna NP)
- পেঞ্চ বা প্রিয়দর্শিনী জাতীয় উদ্যান (Pench (Priyadarshini) NP)
- সঞ্জয় জাতীয় উদ্যান (Sanjay NP)
- সাতপুরা জাতীয় উদ্যান (Satpura NP)
- বনবিহার জাতীয় উদ্যান (Van Vihar NP)
মহারাষ্ট্র (Maharashtra)
- চান্দোলী জাতীয় উদ্যান (Chandoli NP)
- গুগামল জাতীয় উদ্যান (Gugamal NP)
- নাভেগাঁও জাতীয় উদ্যান (Navegaon NP)
- পেঞ্চ জাতীয় উদ্যান (Pench NP)
- সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান (Sanjay Gandhi (Borivali) NP)
- তাদোবা জাতীয় উদ্যান (Tadoba NP)
মণিপুর (Manipur)
- কেইবুল লামজাও জাতীয় উদ্যান (Keibul Lamjao NP)
- এটি পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান ।
মেঘালয় (Meghalaya)
- বালফাকরাম জাতীয় উদ্যান (Balphakram NP)
- নকরেক জাতীয় উদ্যান (Nokrek NP)
মিজোরাম (Mizoram)
- ফাওনপুই ব্লু মাউন্টেইন জাতীয় উদ্যান (Phawngpui Blue Mountain NP)
- মুরলেন জাতীয় উদ্যান (Murlen NP)
নাগাল্যান্ড (Nagaland)
- ইনটাংকি জাতীয় উদ্যান (Intanki NP)
ওড়িশা (Odisha)
- ভিতরকণিকা জাতীয় উদ্যান (Bhitarkanika NP)
- শিমলিপাল জাতীয় উদ্যান (Shimlipal NP)
রাজস্থান (Rajasthan)
- ডেজার্ট জাতীয় উদ্যান (Desert NP)
- গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাওয়া যায় ।
- কেওলাদেও জাতীয় উদ্যান (Keoladeo NP)
- পূর্ব নাম Bharatpur Bird Sanctuary
- UNESCO World Heritage site
- সাইবেরিয়ান ক্রেন বা সারস দেখতে পাওয়া যায় ।
- মুকুন্দ্রা বা ডারা জাতীয় উদ্যান (Mukundra (Darrah) NP)
- রনথম্ভোর জাতীয় উদ্যান (Ranthambore NP)
- সারিস্কা জাতীয় উদ্যান (Sariska NP)
সিকিম (Sikkim)
- কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান (Khangchendzonga NP)
তামিলনাড়ু (Tamil Nadu)
- গুইন্দি জাতীয় উদ্যান (Guindy NP)
- গাল্ফ অব মান্নার মেরিন জাতীয় উদ্যান (Gulf of Mannar Marine NP)
- ইন্দিরা গান্ধী বা আনাইমালাই জাতীয় উদ্যান (Indira Gandhi (Annamalai ) NP)
- মুদুমালাই জাতীয় উদ্যান Mudumalai NP
- মুকুরথি জাতীয় উদ্যান (Mukurthi NP)
তেলেঙ্গানা (Telangana)
- কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান (Kasu Brahmananda Reddy NP)
- মহাবীর হরিণ বনস্থলী জাতীয় উদ্যান (Mahavir Harina Vanasthali NP)
- মৃগাবনী জাতীয় উদ্যান (Mrigavani NP)
ত্রিপুরা (Tripura)
- বাইসন বা রাজবাড়ী জাতীয় উদ্যান (Bison (Rajbari) NP)
- ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান (Clouded Leopard NP)
উত্তর প্রদেশ (Uttar Pradesh)
- দুধওয়া জাতীয় উদ্যান (Dudhwa NP)
উত্তরাখন্ড (Uttarakhand)
- গঙ্গোত্রী জাতীয় উদ্যান (Gangotri NP)
- গোবিন্দ পশু জাতীয় উদ্যান (Govind Pashu NP)
- জিম করবেট জাতীয় উদ্যান (Jim Corbett NP)
- এটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক (1936)
- এর পূর্ব নাম ছিল হ্যালি ন্যাশনাল পার্ক (Hailey National Park)
- নন্দাদেবী জাতীয় উদ্যান (Nanda Devi NP)
- রাজাজী জাতীয় উদ্যান (Rajaji NP)
- ভ্যালি অব ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান (Valley of Flowers NP)
পশ্চিমবঙ্গ (West Bengal)
- বক্সা জাতীয় উদ্যান (Buxa NP)
- গরুমারা জাতীয় উদ্যান (Gorumra NP)
- জলদাপাড়া জাতীয় উদ্যান (Jaldapara NP)
- নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান (Neora Vally NP)
- সিঙ্গালিলা জাতীয় উদ্যান (Singalila NP)
- সুন্দরবন জাতীয় উদ্যান (Sundarbans NP)
- UNESCO World Heritage Site
- রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত ।
No comments:
Post a Comment