Indian Viceroy in Bengali | ভারতের ভাইসরয় তালিকা

ভারতের ভাইসরয়

সাল

উল্লেখযোগ্য সংস্কার ও ঘটনা

লর্ড ক্যানিং

(Lord Canning)

১৮৫৮ – ৬২ খ্রিস্টাব্দ

✅ স্বত্ববিলোপ নীতি বাতিল।(১৮৫৯ খ্রিস্টাব্দ)

✅ নীল বিদ্রোহ (১৮৫৯-৬০ খ্রিস্টাব্দ)

✅ The Indian Penal Code (IPC) of Criminal Procedure (1859) was passed.
✅ ইন্ডিয়ান কাউন্সিল এক্ট (Indian Councils Act, 1861) পাশ (১৮৬১ খ্রিস্টাব্দ) ।

✅ মহারাণীর ঘোষণাপত্র —১৮৫৮ সালের ১ নভেম্বর এলাহাবাদ দরবারে প্রকাশ করা হয়।
✅ দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়।

লর্ড এলগিন

(Lord Elgin I)

১৮৬২ – ৬৩ খ্রিস্টাব্দ

✅ ওয়াহাবি আন্দোলন [Wahabi Movement (Pan- Islamic Movement)]

✅ কলকাতা (১লা জুলাই), চেন্নাই এবং বোম্বেতে হাইকোর্ট প্রতিষ্ঠা (১৮৬২ খ্রিস্টাব্দ) ।

✅ কলকাতা হাইকোর্ট ফোর্ট উইলিয়ামে প্রথম শুরু হয়। প্রথম চিফ জাস্টিস ছিলেন Sir Barnes Peacock।

✅ বিচারপতি সম্বু নাথ পণ্ডিত প্রথম ভারতীয় যিনি কলকাতা হাইকোর্টের বিচারক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

লর্ড লরেন্স

(Lord Lawrence)

১৮৬৪ – ৬৯ খ্রিস্টাব্দ

✅ ইউরোপের সাথে ভারতের টেলিগ্রাফ (Telegraph) সংযোগ (১৮৬৫ খ্রিস্টাব্দ)

✅ ভারতে বন দপ্তর স্থাপন

✅ বিচক্ষণ নিরপেক্ষ বা উদাসীন নীতিটি (Masterly Inactive)—লর্ড লরেন্সের।

✅ ১৮৬৮ সালে পাঞ্জাব ও অযোধ্যায় Tenancy Act জারি হয়। “The Savior of the Punjab” নামেও খ্যাত।
✅ Famine Commission স্থাপন করেন।

লর্ড মেয়ো

(Lord Mayo)

১৮৬৯ – ৭২ খ্রিস্টাব্দ

✅ আর্থিক বিকেন্দ্রীকরণ (Financial Decentralization) প্রক্রিয়ার শুরু

✅ স্ট্যাটিসটিকাল সার্ভে অফ ইন্ডিয়া – এর প্রতিষ্ঠা

✅ মেয়ো কলেজের প্রতিষ্ঠা।

✅ ভারতের প্রথম আদমশুমারি (CENCUS) (১৮৭১ খ্রিস্টাব্দ )

✅ পোর্ট ব্লেয়ারে শের আলি আফ্রিদি নামক এক আফগান দ্বারা লর্ড মেয়ো নিহত হন।

✅ লর্ড মেয়ো ছিলেন একমাত্র ভাইসরয় যিনি তার কার্যকালে খুন হন।

লর্ড নর্থব্রুক

(Lord Northbrook

১৮৭২ – ৭৬ খ্রিস্টাব্দ

✅ পাঞ্জাবের কুকা আন্দোলন (Kuka Movement)

✅ নাগরিক বিবাহ এবং আর্য সমাজ বিবাহের সূচনা

✅ আন্তঃবর্ণের বিবাহের সূচনা

✅ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (১৮৭৬ খ্রিস্টাব্দ)
✅ Prince of Wales came to India in 1975.

লর্ড লিটন

(Lord Lytton)

১৮৭৬ – ৮০ খ্রিস্টাব্দ

✅ ১৮৭৬ সালে ‘Royal Title Act’ পাশ হয়।

✅ দিল্লি দরবার প্রতিষ্ঠা (১৮৭৭ খ্রিস্টাব্দ) এবং মহারানী ভিক্টোরিয়ার কাইজার-ই-হিন্দ (‘Kaiser-i-Hind’) উপাধি গ্রহণ

✅ ১৮৭৭ সালের ১ জানুয়ারি থেকে ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী (Empress of India/ Kaiser-i-Hind) হলেন।

✅ অস্ত্র আইন (১৮৭৮ খ্রিস্টাব্দ) যা ভারতীয়দের অস্ত্রের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করেছিল ।

✅ মাতৃভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন (ভার্নাকুলার প্রেস এক্ট Vernacular Press Act) (১৮৭৮ খ্রিস্টাব্দ) । এই আইনকে Gagging Act বলা হয়।

✅ সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার বয়সসীমা ২১ থেকে কমিয়ে ১৯ করা হয়। (১৮৭৬)

✅ তিনি 29 ব্রিটিশ উত্পাদিত পণ্যের উপর শুল্ক বাতিল করেছিলেন যা 'DRAIN OF WEALTH' ত্বরান্বিত করেছিল।

✅ দ্বিতীয় আফগান যুদ্ধ শুরু হয় - ১৮৭৯ সালে।

✅ গন্দমাকের সন্ধি - ১৮৭৯ সালে।

✅ Appointment of first famine commission (দুর্ভিক্ষ কমিশন) under Sir Richard Strachy (১৮৮০)।

✅ লর্ড লিটনকে “উজ্জ্বল বিফলতা” আখ্যা দেওয়া হয়।
✅ “Viceroy of Reverse Character”.

লর্ড রিপন

(Lord Rippon)

১৮৮০ – ৮৪ খ্রিস্টাব্দ

✅ প্রথম ফ্যাক্টরি আইন (FACTORY ACT) পেশ (১৮৮১ খ্রিস্টাব্দ)

✅ প্রথম সরকারি জনগণনা (১৮৮১ খ্রিস্টাব্দ), এরপর থেকে প্রতি ১০ বছর অন্তর ভারতে লোকগণনা করা হয়।

✅ মাতৃভাষায় সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) রদ করেন (১৮৮২ খ্রিস্টাব্দ)

✅ স্থানীয় স্বশাসন আইন (Local Self Government Act) (১৮৮২ খ্রিস্টাব্দ)

✅ হান্টার কমিশনের (Hunter Commission) সুপারিশ অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ (১৮৮২ খ্রিস্টাব্দ)

✅ ইলবার্ট বিল (Ilbert Bill) (১৮৮৩ খ্রিস্টাব্দ)

✅ পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (১৮৮৪ খ্রিস্টাব্দ) এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় (১৮৮৭ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠা

✅ তিনি ভারতীয়দের কাছে সবথেকে জনপ্রিয় ভাইসরয় ছিলেন
✅ “Father of Local Self Government in India”

✅ ইলবার্ট বিল বিরোধী আন্দোলন ১৮৮৩-৮৪ সাল। কারণ এই বিলে ইউরোপীয় দের ভারতীয় বিচারকরা বিচার করার অধিকার দেওয়া হয়েছিল। শ্বেতাঙ্গদের এই আন্দোলনকে – ‘White Mutiny’ বলে।

লর্ড ডাফরিন

(Lord Dufferin)

১৮৮৪ – ৮৮ খ্রিস্টাব্দ

✅ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা (১৮৮৫ খ্রিস্টাব্দ) মুম্বইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, উপস্থিত ছিলেন ৭২ জন প্রতিনিধি। প্রতিষ্ঠাতা ও হিউম (Allan Octavian Hume) । প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি (W. C. Banerjee) ।

✅ প্রথম সভাটি প্রথমে পুনের জন্য নির্ধারিত ছিল তবে প্লেগের প্রকোপের কারণে মুম্বাইতে স্থানান্তরিত হয়েছিল।

✅ দ্বিতীয় অধিবেশনটি ১৮৮৬ সালের ডিসেম্বর মাসে দাদাভাই নওরোজির নেতৃত্বে কলকাতায় হয়েছিল।

✅ তৃতীয় ইঙ্গ-বার্মা যুদ্ধ (১৮৮৫ – ৮৬ খ্রিস্টাব্দ)

✅ লর্ড ডাফারিন বলেছিলেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কেবল অণুবীক্ষণ সংখ্যালঘুদের (“Microscopic Minorities”) প্রতিনিধিত্ব করে।

লর্ড ল্যান্সডাউন

(Lord Lansdowne)

১৮৮৮ – ৯৪ খ্রিস্টাব্দ

✅ দ্বিতীয় ফ্যাক্টরি আইন পেশ (১৮৯১ খ্রিস্টাব্দ)

✅ ইম্পিরিয়াল, প্রভিন্সিয়াল ও সাবর্ডিনেট [Imperial (Central), Provincial and Subordinate Services]– এই তিন ভাগে সিভিল সার্ভিস বিভক্ত

✅ ইন্ডিয়ান কাউন্সিল এক্ট (Indian Council Act, 1892) পাশ

✅ ব্রিটিশ শাসিত ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড (Durand Commission) লাইনের নির্দেশ (১৮৯৩ খ্রিস্টাব্দ), যা বর্তমানে পাকিস্থান ও আফগানিস্তানের সীমানা নির্দেশ করে।

✅ ১৮৯৩ সালে তিলকের গণপতি উৎসব পালিত হয়।

দ্বিতীয় লর্ড এলগিন

(Lord Elgin II)

১৮৯৪ – ৯৯ খ্রিস্টাব্দ

✅ ভারতে দুর্ভিক্ষ (১৮৯৬ – ৯৭ খ্রিস্টাব্দ )

✅ লায়াল কমিশন (Lyall Commission, 1897 after Famine) নিয়োগ
✅ ১৮৯৫ সালে তিলকের শিবাজী উৎসব।
✅ ১৮৯৭ সালে স্বামীজী রামকৃষ্ণ মঠ স্থাপন করেন।

✅ চাপেকার ভ্রাতৃদ্বয়ের হাতে র্যান্ড (Rand) ও আয়ার্স্ট -এর মৃত্যু। এটি ছিল ব্রিটিশ ভারতের প্রথম রাজনৈতিক হত্যা (১৮৯৭) ।

লর্ড কার্জন

(Lord Curzon)

১৮৯৯ – ১৯০৫ খ্রিস্টাব্দ

✅ ভারতীয় মুদ্রা ও কারেন্সি নোট আইন (১৮৯৯ খ্রিস্টাব্দ )

✅ উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ গঠন (১৯০১ খ্রিস্টাব্দ )

স্যার এন্ড্রু ফ্রেজারের নেতৃত্বে পুলিশ কমিশন নিয়োগ (১৯০২ খ্রিস্টাব্দ)

✅ ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন (১৯০৪ খ্রিস্টাব্দ )

✅ প্রাচীন মনুমেন্ট সংরক্ষণ আইন (১৯০৪ খ্রিস্টাব্দ )

✅ ইয়ং হাজবেন্ড মিশন – তিব্বত অভিযান (১৯০৪ খ্রিস্টাব্দ )

✅ বঙ্গভঙ্গ (১৯০৫ খ্রিস্টাব্দ )

✅ কার্জন-কিচেনারের বিতর্ক

দ্বিতীয় লর্ড মিন্টো

(Lord

১৯০৫ – ১০ খ্রিস্টাব্দ

✅ ঢাকায় আগা খানের নেতৃত্বে মুসলিম লীগ গঠন (১৯০৬ খ্রিস্টাব্দ )

✅ ইন্ডিয়ান কাউন্সিল এক্ট অথবা মর্লে মিন্টো সংস্কার (১৯০৯ খ্রিস্টাব্দ )

দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ

(Lord

১৯১০ – ১৬ খ্রিস্টাব্দ

✅ বঙ্গভঙ্গ রদ (১৯১১ খ্রিস্টাব্দ )

✅ পঞ্চম জর্জ ও রানী মেরির ভারতে আগমন ( দিল্লির দরবার ১৯১১ খ্রিস্টাব্দ )

✅ কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর ( ঘোষণা ১৯১১, স্থানান্তর ১৯১২ খ্রিস্টাব্দ )

✅ মদন মোহন মালব্য কর্তৃক হিন্দু মহাসভা গঠন।

১৯১১ খ্রিস্টাব্দের ২৩শে ডিসেম্বর রাসবিহারী বসু ও বসন্ত বিশ্বাস দিল্লির চাঁদনি চকে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়েন।

লর্ড চেমসফোর্ড

(Lord

১৯১৬ – ২১ খ্রিস্টাব্দ

✅ হোমরুল লীগের গঠন (১৯১৬ খ্রিস্টাব্দ )

✅ গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ (১৯১৭ খ্রিস্টাব্দ )

✅ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্ট ১৯১৯ ( মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার )

✅ রাওলাট আইন (১৯১৯ খ্রিস্টাব্দ )

✅ জালিয়ানওয়ালা হত্যাকান্ড (১৯১৯ খ্রিস্টাব্দ )

✅ তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ (১৯১৯ খ্রিস্টাব্দ )

✅ খিলাফত আন্দোলনের সূচনা (১৯১৯ খ্রিস্টাব্দ )

✅ অসহযোগ আন্দোলনের সূচনা (১৯১৯ খ্রিস্টাব্দ )

লর্ড রিডিং

(Lord

১৯২১ – ২৬ খ্রিস্টাব্দ

✅ চৌরিচৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলনের প্রত্যাহার (১৯২২ খ্রিস্টাব্দ )

✅ স্বরাজ্য পার্টির গঠন

✅ কাকোরি ট্রেন ডাকাতি (১৯২৫ খ্রিস্টাব্দ )

✅ কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির কাজকর্মের সূচনা (১৯২৫ খ্রিস্টাব্দ )

✅ নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS ) প্রতিষ্ঠা (১৯২৫ খ্রিস্টাব্দ )

লর্ড আরউইন

(Lord

১৯২৬ – ৩১ খ্রিস্টাব্দ

✅ ইংল্যান্ডে সাইমন কমিশন গঠন (১৯২৭ খ্রিস্টাব্দ )

✅ সাইমন কমিশনের ভারতে আগমন (১৯২৮ খ্রিস্টাব্দ )

✅ বাটলার কমিটি নিয়োগ (১৯২৭ খ্রিস্টাব্দ )

✅ মোতিলাল নেহেরু কর্তৃক নেহেরু রিপোর্ট প্রকাশ পেশ (১৯২৮ খ্রিস্টাব্দ )

✅ জিন্নার ১৪ দফা দাবি পেশ (১৯২৯ খ্রিস্টাব্দ )

✅ কংগ্রেসের লাহোর অধিবেশন ও পূর্ণ স্বরাজের দাবি (১৯২৯ খ্রিস্টাব্দ )

✅ আইন অমান্য আন্দোলন (১৯৩০ খ্রিস্টাব্দ )

✅ গান্ধীজির ডান্ডি অভিযান (১৯৩০ খ্রিস্টাব্দ )

✅ প্রথম গোল টেবিল বৈঠক (১৯৩০ খ্রিস্টাব্দ )

✅ সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন (১৯৩০ খ্রিস্টাব্দ )

✅ প্রথম স্বাধীনতা দিবস পালন (২৬শে জানুয়ারি, ১৯৩০ খ্রিস্টাব্দ )

✅ দ্বিতীয় গোলটেবিল বৈঠক – গান্ধী আরউইন চুক্তি (১৯৩১ খ্রিস্টাব্দ )

লর্ড উইলিংডন

(Lord

১৯৩১ – ৩৬ খ্রিস্টাব্দ

✅ রামসে ম্যাকডোনাল্ড কর্তৃক সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা (১৯৩১ খ্রিস্টাব্দ )

✅ পুনা চুক্তি (১৯৩২ খ্রিস্টাব্দ )

✅ তৃতীয় গোলটেবিল বৈঠক (১৯৩২ খ্রিস্টাব্দ )

✅ ভারত শাসন আইন, ১৯৩৫

লর্ড লিনলিথগো

(Lord

১৯৩৬ – ৪৩ খ্রিস্টাব্দ

✅ মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গ্রহণ (১৯৪০ খ্রিস্টাব্দ )

✅ কংগ্রেসের একক সত্যাগ্রহ আন্দোলন (১৯৪০ খ্রিস্টাব্দ )

✅ ক্রিপস মিশন (১৯৪২ খ্রিস্টাব্দ )

✅ ভারত ছাড়ো আন্দোলন (১৯৪২ খ্রিস্টাব্দ )

✅ রাজাগোপালাচারী ফর্মুলা প্রকাশ

লর্ড ওয়াভেল

(Lord Wavell)

১৯৪৩ – ৪৭ খ্রিস্টাব্দ

✅ গান্ধী ও জিন্নার মধ্যে সি আর ফর্মুলা (C.R. Formula)আলোচনা এবং তার ব্যর্থতা (১৯৪৪ খ্রিস্টাব্দ )

✅ সিমলা অধিবেশনে ও ওয়াভেল প্ল্যানের ব্যর্থতা (১৯৪৫ খ্রিস্টাব্দ )

✅ INA TRIAL (1945)

✅ নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ( ২ সেপ্টেম্বর, ১৯৪৬ খ্রিস্টাব্দ )

✅ ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কর্তৃক ১৯৪৮ সালের ৩০শে জুনের মধ্যে ভারতকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা।(Cabinet Mission, 1946)
✅ নৌ-বিদ্রোহ (১৯৪৬ খ্রিস্টাব্দ )
✅ Direct Action Day by the Muslim League on 16th August,1946

লর্ড মাউন্টব্যাটেন

(Lord Mountbatten)

ফেব্রুয়ারি ১৯৪৭ – আগস্ট ১৯৪৭

✅ ১৯৪৭ খ্রিস্টাব্দের মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ১৫ আগস্টের মধ্যে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা ।

✅ লর্ড মাউন্টব্যাটেন ছিলেন পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল।




Sl No.

Properties

Name of the Emergencies

National Emergency

(জাতীয় জরুরী অবস্থা)

State Emergency

রাজ্য জরুরী অবস্থা (President’s Rule/ Constitutional Emergency)

Financial Emergency

আর্থিক জরুরী অবস্থা

1.

Articles

352

356

360

2.

Grounds of Declaration

✅ On the grounds of security threat to India by War, External Aggression or Armed Rebellion (***এই ‘Armed Rebellion’ শব্দটি 44 তম সংশোধনীর 1978, মাধ্যমে যুক্ত করা হয়েছে। এই শব্দটির আগে এটি অভ্যন্তরীণ ব্যাঘাত (‘Internal Disturbance’) হিসাবে পরিচিত ছিল).

 

✅ সংবিধান অনুযায়ী রাজ্যে শাসন পরিচালিত না হলে বা শাসনতান্ত্রিক অচলাবস্থার কারণে (the failure of the constitutional

machinery in the states) রাজ্যপালের পরামর্শে রাষ্ট্রপতি রাজ্য জরুরী অবস্থা জারি করতে পারেন।

✅ যদি রাষ্ট্রপতি মনে করেন দেশের কোনো রাজ্যে বা সম্পূর্ণ দেশে a situation has arisen whereby the financial stability or credit is threatened তখন তিনি আর্থিক জরুরী অবস্থা জারি করতে পারেন।

3.

Proclamation of emergency and maximum time limit

✅ ঘোষণা করার 1 মাসের মধ্যে উভয় কক্ষে পাশ করাতে হবে এবং এরপর 6 মাস বলবৎ থাকবে।

✅ প্রতি 6 মাস অন্তর উভয় কক্ষের সম্মতিক্রমে জাতীয় জরুরী অবস্থা অনির্দিষ্টকালের জন্য (can be extended to an indefinite

period) বলবৎ রাখা যায়।

✅ লোকসভা National Emergency প্রত্যাহারের জন্য একটি Resolution পাস করতে পারে।

 

✅ Every resolution approving the proclamation of emergency or its continuance must be passed by either House of Parliament by a Special Majority (This refers to a majority of 2/3rd members present and voting supported by over 50% of the total strength of the House).

✅ ঘোষণা করার পরে পার্লামেন্টের উভয়কক্ষে ঘোষণা 2 মাসের মধ্যে পাশ করাতে হবে এবং ঘোষণার দিন থেকে রাজ্য জরুরী অবস্থা 6 মাস অন্তর পার্লামেন্টের অনুমতি নিয়ে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত রাজ্য জরুরী অবস্থা বলবৎ রাখা যাবে।

✅ President’s Rule রাষ্ট্রপতির সম্মতিতে যেকোনো সময় প্রত্যাহার করে নেওয়া যায়। এর জন্য কোনো বিশেষ Resolution পাস করতে হয় না।

✅ Must be passed by either House of Parliament by a Simple Majority (This refers to a majority of more than 50% of the members present and voting in the House.)

✅ ঘোষণার 2 মাসের মধ্যে উভয়কক্ষে Simple Majority নিয়ে পাশ করাতে হবে। তবে মেয়াদ বাড়ানাের জন্য বারবার সংসদের অনুমতি দরকার নেই and there is no maximum period prescribed for its operation।

✅ Financial Emergency রাষ্ট্রপতির সম্মতিতে যেকোনো সময় প্রত্যাহার করে নেওয়া যায়। এর জন্য কোনো বিশেষ Resolution পাস করতে হয় না।

✅ Must be passed by either House of Parliament by a Simple Majority (This refers to a majority of more than 50% of the members present and voting in the House.)

4.

Effects

✅ Articles 20 এবং 21 উল্লেখিত মৌলিক অধিকার(Fundamental Rights) ব্যতীত রাষ্ট্রপতি মৌলিক অধিকার বাতিল করতে পারেন এবং আদালতে গিয়ে মৌলিক অধিকার বলবৎ করার অধিকার ক্ষুন্ন করতে পারেন।

🔹 19 ধারা কেবলমাত্র বাহ্যিক [External Emergency (external aggression)] কারণে ঘোষিত জরুরী অবস্থায় বাতিল করা যায়, আভ্যন্তরীণ [Internal Emergency (armed rebellion)] কারণে করা যায় না। [Article 358]

✅ President’s Rule যখন কোনও রাজ্যে আরোপিত হয়, তখন রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য পরিষদকে হয় স্থগিত বা বরখাস্ত করেন।

✅ রাষ্ট্রপতির পক্ষ থেকে রাজ্যের গভর্নর, রাজ্যের মুখ্য সচিবের সহায়তায় রাজ্য প্রশাসনকে পরিচালনা করে।

✅ পার্লামেন্ট রাজ্যের জন্য আইন করতে পারে।

✅ এক্ষেত্রে Fundamental Right অক্ষুন্ন থাকে।

✅ আর্থিক জরুরী অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারী কর্মচারী ও বিচারপতিদের বেতন কমাতে পারেন।

✅ বিভিন্ন সরকারি খাতে খরচ কমাতে পারেন। মানি বিল ও ফিনান্সিয়াল বিল আটকে দিতে পারেন।

5.

Number of Times Applied

🔰 আজ পর্যন্ত তিনবার (3 Times) জাতীয় জরুরী অবস্থা ঘোষিত হয়েছে।

🔷 1962 (Indo-China War)

🔷 1971 (Indo - Pak War during Freedom Fight of Bangladesh)

🔷 1975 (Punjab rebellion during Indira Gandhi) সালে আভ্যন্তরীণ কারণে।

🔰 এখনও পর্যন্ত সারাদেশে মোট 125 বারের মতো Apply করা হয়েছে। এর মধ্যে, সর্বাধিক উত্তরপ্রদেশে (10 বার) এবং অধিক সময়ব্যাপী পাঞ্জাবে (প্রায় 2000 দিন) রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে।

🔰 আজ পর্যন্ত একবারও আর্থিক জরুরী অবস্থা ঘোষিত হয়নি।

No comments:

ads