Indian Viceroy in Bengali | ভারতের ভাইসরয় তালিকা
ভারতের ভাইসরয় |
সাল |
উল্লেখযোগ্য সংস্কার ও ঘটনা |
লর্ড ক্যানিং (Lord Canning) |
১৮৫৮ – ৬২ খ্রিস্টাব্দ |
✅ স্বত্ববিলোপ নীতি বাতিল।(১৮৫৯ খ্রিস্টাব্দ) ✅ নীল বিদ্রোহ (১৮৫৯-৬০ খ্রিস্টাব্দ) ✅ The Indian Penal Code (IPC) of Criminal Procedure (1859) was passed.
✅ মহারাণীর ঘোষণাপত্র —১৮৫৮ সালের ১ নভেম্বর এলাহাবাদ দরবারে প্রকাশ করা হয়।
|
লর্ড এলগিন (Lord Elgin I) |
১৮৬২ – ৬৩ খ্রিস্টাব্দ |
✅ ওয়াহাবি আন্দোলন [Wahabi Movement (Pan- Islamic Movement)] ✅ কলকাতা (১লা জুলাই), চেন্নাই এবং বোম্বেতে হাইকোর্ট প্রতিষ্ঠা (১৮৬২ খ্রিস্টাব্দ) । ✅ কলকাতা হাইকোর্ট ফোর্ট উইলিয়ামে প্রথম শুরু হয়। প্রথম চিফ জাস্টিস ছিলেন Sir Barnes Peacock। ✅ বিচারপতি সম্বু নাথ পণ্ডিত প্রথম ভারতীয় যিনি কলকাতা হাইকোর্টের বিচারক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। |
লর্ড লরেন্স (Lord Lawrence) |
১৮৬৪ – ৬৯ খ্রিস্টাব্দ |
✅ ইউরোপের সাথে ভারতের টেলিগ্রাফ (Telegraph) সংযোগ (১৮৬৫ খ্রিস্টাব্দ) ✅ ভারতে বন দপ্তর স্থাপন ✅ বিচক্ষণ নিরপেক্ষ বা উদাসীন নীতিটি (Masterly Inactive)—লর্ড লরেন্সের। ✅ ১৮৬৮ সালে পাঞ্জাব ও অযোধ্যায় Tenancy Act জারি হয়। “The Savior of the Punjab” নামেও খ্যাত।
|
লর্ড মেয়ো (Lord Mayo) |
১৮৬৯ – ৭২ খ্রিস্টাব্দ |
✅ আর্থিক বিকেন্দ্রীকরণ (Financial Decentralization) প্রক্রিয়ার শুরু ✅ স্ট্যাটিসটিকাল সার্ভে অফ ইন্ডিয়া – এর প্রতিষ্ঠা ✅ মেয়ো কলেজের প্রতিষ্ঠা। ✅ ভারতের প্রথম আদমশুমারি (CENCUS) (১৮৭১ খ্রিস্টাব্দ ) ✅ পোর্ট ব্লেয়ারে শের আলি আফ্রিদি নামক এক আফগান দ্বারা লর্ড মেয়ো নিহত হন। ✅ লর্ড মেয়ো ছিলেন একমাত্র ভাইসরয় যিনি তার কার্যকালে খুন হন। |
লর্ড নর্থব্রুক (Lord Northbrook |
১৮৭২ – ৭৬ খ্রিস্টাব্দ |
✅ পাঞ্জাবের কুকা আন্দোলন (Kuka Movement) ✅ নাগরিক বিবাহ এবং আর্য সমাজ বিবাহের সূচনা ✅ আন্তঃবর্ণের বিবাহের সূচনা ✅ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (১৮৭৬ খ্রিস্টাব্দ)
|
লর্ড লিটন (Lord Lytton) |
১৮৭৬ – ৮০ খ্রিস্টাব্দ |
✅ ১৮৭৬ সালে ‘Royal Title Act’ পাশ হয়। ✅ দিল্লি দরবার প্রতিষ্ঠা (১৮৭৭ খ্রিস্টাব্দ) এবং মহারানী ভিক্টোরিয়ার কাইজার-ই-হিন্দ (‘Kaiser-i-Hind’) উপাধি গ্রহণ ✅ ১৮৭৭ সালের ১ জানুয়ারি থেকে ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী (Empress of India/ Kaiser-i-Hind) হলেন। ✅ অস্ত্র আইন (১৮৭৮ খ্রিস্টাব্দ) যা ভারতীয়দের অস্ত্রের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করেছিল । ✅ মাতৃভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন (ভার্নাকুলার প্রেস এক্ট Vernacular Press Act) (১৮৭৮ খ্রিস্টাব্দ) । এই আইনকে Gagging Act বলা হয়। ✅ সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার বয়সসীমা ২১ থেকে কমিয়ে ১৯ করা হয়। (১৮৭৬) ✅ তিনি 29 ব্রিটিশ উত্পাদিত পণ্যের উপর শুল্ক বাতিল করেছিলেন যা 'DRAIN OF WEALTH' ত্বরান্বিত করেছিল। ✅ দ্বিতীয় আফগান যুদ্ধ শুরু হয় - ১৮৭৯ সালে। ✅ গন্দমাকের সন্ধি - ১৮৭৯ সালে। ✅ Appointment of first famine commission (দুর্ভিক্ষ কমিশন) under Sir Richard Strachy (১৮৮০)। ✅ লর্ড লিটনকে “উজ্জ্বল বিফলতা” আখ্যা দেওয়া হয়।
|
লর্ড রিপন (Lord Rippon) |
১৮৮০ – ৮৪ খ্রিস্টাব্দ |
✅ প্রথম ফ্যাক্টরি আইন (FACTORY ACT) পেশ (১৮৮১ খ্রিস্টাব্দ) ✅ প্রথম সরকারি জনগণনা (১৮৮১ খ্রিস্টাব্দ), এরপর থেকে প্রতি ১০ বছর অন্তর ভারতে লোকগণনা করা হয়। ✅ মাতৃভাষায় সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) রদ করেন (১৮৮২ খ্রিস্টাব্দ) ✅ স্থানীয় স্বশাসন আইন (Local Self Government Act) (১৮৮২ খ্রিস্টাব্দ) ✅ হান্টার কমিশনের (Hunter Commission) সুপারিশ অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ (১৮৮২ খ্রিস্টাব্দ) ✅ ইলবার্ট বিল (Ilbert Bill) (১৮৮৩ খ্রিস্টাব্দ) ✅ পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (১৮৮৪ খ্রিস্টাব্দ) এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় (১৮৮৭ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠা ✅ তিনি ভারতীয়দের কাছে সবথেকে জনপ্রিয় ভাইসরয় ছিলেন
✅ ইলবার্ট বিল বিরোধী আন্দোলন ১৮৮৩-৮৪ সাল। কারণ এই বিলে ইউরোপীয় দের ভারতীয় বিচারকরা বিচার করার অধিকার দেওয়া হয়েছিল। শ্বেতাঙ্গদের এই আন্দোলনকে – ‘White Mutiny’ বলে। |
লর্ড ডাফরিন (Lord Dufferin) |
১৮৮৪ – ৮৮ খ্রিস্টাব্দ |
✅ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা (১৮৮৫ খ্রিস্টাব্দ) মুম্বইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, উপস্থিত ছিলেন ৭২ জন প্রতিনিধি। প্রতিষ্ঠাতা ও হিউম (Allan Octavian Hume) । প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি (W. C. Banerjee) । ✅ প্রথম সভাটি প্রথমে পুনের জন্য নির্ধারিত ছিল তবে প্লেগের প্রকোপের কারণে মুম্বাইতে স্থানান্তরিত হয়েছিল। ✅ দ্বিতীয় অধিবেশনটি ১৮৮৬ সালের ডিসেম্বর মাসে দাদাভাই নওরোজির নেতৃত্বে কলকাতায় হয়েছিল। ✅ তৃতীয় ইঙ্গ-বার্মা যুদ্ধ (১৮৮৫ – ৮৬ খ্রিস্টাব্দ) ✅ লর্ড ডাফারিন বলেছিলেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কেবল অণুবীক্ষণ সংখ্যালঘুদের (“Microscopic Minorities”) প্রতিনিধিত্ব করে। |
লর্ড ল্যান্সডাউন (Lord Lansdowne) |
১৮৮৮ – ৯৪ খ্রিস্টাব্দ |
✅ দ্বিতীয় ফ্যাক্টরি আইন পেশ (১৮৯১ খ্রিস্টাব্দ) ✅ ইম্পিরিয়াল, প্রভিন্সিয়াল ও সাবর্ডিনেট [Imperial (Central), Provincial and Subordinate Services]– এই তিন ভাগে সিভিল সার্ভিস বিভক্ত ✅ ইন্ডিয়ান কাউন্সিল এক্ট (Indian Council Act, 1892) পাশ ✅ ব্রিটিশ শাসিত ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড (Durand Commission) লাইনের নির্দেশ (১৮৯৩ খ্রিস্টাব্দ), যা বর্তমানে পাকিস্থান ও আফগানিস্তানের সীমানা নির্দেশ করে। ✅ ১৮৯৩ সালে তিলকের গণপতি উৎসব পালিত হয়। |
দ্বিতীয় লর্ড এলগিন (Lord Elgin II) |
১৮৯৪ – ৯৯ খ্রিস্টাব্দ |
✅ ভারতে দুর্ভিক্ষ (১৮৯৬ – ৯৭ খ্রিস্টাব্দ ) ✅ লায়াল কমিশন (Lyall Commission, 1897 after Famine) নিয়োগ
✅ চাপেকার ভ্রাতৃদ্বয়ের হাতে র্যান্ড (Rand) ও আয়ার্স্ট -এর মৃত্যু। এটি ছিল ব্রিটিশ ভারতের প্রথম রাজনৈতিক হত্যা (১৮৯৭) । |
লর্ড কার্জন (Lord Curzon) |
১৮৯৯ – ১৯০৫ খ্রিস্টাব্দ |
✅ ভারতীয় মুদ্রা ও কারেন্সি নোট আইন (১৮৯৯ খ্রিস্টাব্দ ) ✅ উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ গঠন (১৯০১ খ্রিস্টাব্দ ) স্যার এন্ড্রু ফ্রেজারের নেতৃত্বে পুলিশ কমিশন নিয়োগ (১৯০২ খ্রিস্টাব্দ) ✅ ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন (১৯০৪ খ্রিস্টাব্দ ) ✅ প্রাচীন মনুমেন্ট সংরক্ষণ আইন (১৯০৪ খ্রিস্টাব্দ ) ✅ ইয়ং হাজবেন্ড মিশন – তিব্বত অভিযান (১৯০৪ খ্রিস্টাব্দ ) ✅ বঙ্গভঙ্গ (১৯০৫ খ্রিস্টাব্দ ) ✅ কার্জন-কিচেনারের বিতর্ক |
দ্বিতীয় লর্ড মিন্টো (Lord |
১৯০৫ – ১০ খ্রিস্টাব্দ |
✅ ঢাকায় আগা খানের নেতৃত্বে মুসলিম লীগ গঠন (১৯০৬ খ্রিস্টাব্দ ) ✅ ইন্ডিয়ান কাউন্সিল এক্ট অথবা মর্লে মিন্টো সংস্কার (১৯০৯ খ্রিস্টাব্দ ) |
দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ (Lord |
১৯১০ – ১৬ খ্রিস্টাব্দ |
✅ বঙ্গভঙ্গ রদ (১৯১১ খ্রিস্টাব্দ ) ✅ পঞ্চম জর্জ ও রানী মেরির ভারতে আগমন ( দিল্লির দরবার ১৯১১ খ্রিস্টাব্দ ) ✅ কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর ( ঘোষণা ১৯১১, স্থানান্তর ১৯১২ খ্রিস্টাব্দ ) ✅ মদন মোহন মালব্য কর্তৃক হিন্দু মহাসভা গঠন। ১৯১১ খ্রিস্টাব্দের ২৩শে ডিসেম্বর রাসবিহারী বসু ও বসন্ত বিশ্বাস দিল্লির চাঁদনি চকে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়েন। |
লর্ড চেমসফোর্ড (Lord |
১৯১৬ – ২১ খ্রিস্টাব্দ |
✅ হোমরুল লীগের গঠন (১৯১৬ খ্রিস্টাব্দ ) ✅ গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ (১৯১৭ খ্রিস্টাব্দ ) ✅ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্ট ১৯১৯ ( মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার ) ✅ রাওলাট আইন (১৯১৯ খ্রিস্টাব্দ ) ✅ জালিয়ানওয়ালা হত্যাকান্ড (১৯১৯ খ্রিস্টাব্দ ) ✅ তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ (১৯১৯ খ্রিস্টাব্দ ) ✅ খিলাফত আন্দোলনের সূচনা (১৯১৯ খ্রিস্টাব্দ ) ✅ অসহযোগ আন্দোলনের সূচনা (১৯১৯ খ্রিস্টাব্দ ) |
লর্ড রিডিং (Lord |
১৯২১ – ২৬ খ্রিস্টাব্দ |
✅ চৌরিচৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলনের প্রত্যাহার (১৯২২ খ্রিস্টাব্দ ) ✅ স্বরাজ্য পার্টির গঠন ✅ কাকোরি ট্রেন ডাকাতি (১৯২৫ খ্রিস্টাব্দ ) ✅ কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির কাজকর্মের সূচনা (১৯২৫ খ্রিস্টাব্দ ) ✅ নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS ) প্রতিষ্ঠা (১৯২৫ খ্রিস্টাব্দ ) |
লর্ড আরউইন (Lord |
১৯২৬ – ৩১ খ্রিস্টাব্দ |
✅ ইংল্যান্ডে সাইমন কমিশন গঠন (১৯২৭ খ্রিস্টাব্দ ) ✅ সাইমন কমিশনের ভারতে আগমন (১৯২৮ খ্রিস্টাব্দ ) ✅ বাটলার কমিটি নিয়োগ (১৯২৭ খ্রিস্টাব্দ ) ✅ মোতিলাল নেহেরু কর্তৃক নেহেরু রিপোর্ট প্রকাশ পেশ (১৯২৮ খ্রিস্টাব্দ ) ✅ জিন্নার ১৪ দফা দাবি পেশ (১৯২৯ খ্রিস্টাব্দ ) ✅ কংগ্রেসের লাহোর অধিবেশন ও পূর্ণ স্বরাজের দাবি (১৯২৯ খ্রিস্টাব্দ ) ✅ আইন অমান্য আন্দোলন (১৯৩০ খ্রিস্টাব্দ ) ✅ গান্ধীজির ডান্ডি অভিযান (১৯৩০ খ্রিস্টাব্দ ) ✅ প্রথম গোল টেবিল বৈঠক (১৯৩০ খ্রিস্টাব্দ ) ✅ সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন (১৯৩০ খ্রিস্টাব্দ ) ✅ প্রথম স্বাধীনতা দিবস পালন (২৬শে জানুয়ারি, ১৯৩০ খ্রিস্টাব্দ ) ✅ দ্বিতীয় গোলটেবিল বৈঠক – গান্ধী আরউইন চুক্তি (১৯৩১ খ্রিস্টাব্দ ) |
লর্ড উইলিংডন (Lord |
১৯৩১ – ৩৬ খ্রিস্টাব্দ |
✅ রামসে ম্যাকডোনাল্ড কর্তৃক সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা (১৯৩১ খ্রিস্টাব্দ ) ✅ পুনা চুক্তি (১৯৩২ খ্রিস্টাব্দ ) ✅ তৃতীয় গোলটেবিল বৈঠক (১৯৩২ খ্রিস্টাব্দ ) ✅ ভারত শাসন আইন, ১৯৩৫ |
লর্ড লিনলিথগো (Lord |
১৯৩৬ – ৪৩ খ্রিস্টাব্দ |
✅ মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গ্রহণ (১৯৪০ খ্রিস্টাব্দ ) ✅ কংগ্রেসের একক সত্যাগ্রহ আন্দোলন (১৯৪০ খ্রিস্টাব্দ ) ✅ ক্রিপস মিশন (১৯৪২ খ্রিস্টাব্দ ) ✅ ভারত ছাড়ো আন্দোলন (১৯৪২ খ্রিস্টাব্দ ) ✅ রাজাগোপালাচারী ফর্মুলা প্রকাশ |
লর্ড ওয়াভেল (Lord Wavell) |
১৯৪৩ – ৪৭ খ্রিস্টাব্দ |
✅ গান্ধী ও জিন্নার মধ্যে সি আর ফর্মুলা (C.R. Formula)আলোচনা এবং তার ব্যর্থতা (১৯৪৪ খ্রিস্টাব্দ ) ✅ সিমলা অধিবেশনে ও ওয়াভেল প্ল্যানের ব্যর্থতা (১৯৪৫ খ্রিস্টাব্দ ) ✅ INA TRIAL (1945) ✅ নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ( ২ সেপ্টেম্বর, ১৯৪৬ খ্রিস্টাব্দ ) ✅ ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কর্তৃক ১৯৪৮ সালের ৩০শে জুনের মধ্যে ভারতকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা।(Cabinet Mission, 1946)
|
লর্ড মাউন্টব্যাটেন (Lord Mountbatten) |
ফেব্রুয়ারি ১৯৪৭ – আগস্ট ১৯৪৭ |
✅ ১৯৪৭ খ্রিস্টাব্দের মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ১৫ আগস্টের মধ্যে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা । ✅ লর্ড মাউন্টব্যাটেন ছিলেন পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। |
Sl No. |
Properties |
Name of the Emergencies |
||
National Emergency (জাতীয় জরুরী অবস্থা) |
State Emergency রাজ্য জরুরী অবস্থা (President’s Rule/ Constitutional Emergency) |
Financial Emergency আর্থিক জরুরী অবস্থা |
||
1. |
Articles |
352 |
356 |
360 |
2. |
Grounds of Declaration |
✅ On the grounds of security threat to India by War, External Aggression or Armed Rebellion (***এই ‘Armed Rebellion’ শব্দটি 44 তম সংশোধনীর 1978, মাধ্যমে যুক্ত করা হয়েছে। এই শব্দটির আগে এটি অভ্যন্তরীণ ব্যাঘাত (‘Internal Disturbance’) হিসাবে পরিচিত ছিল).
|
✅ সংবিধান অনুযায়ী রাজ্যে শাসন পরিচালিত না হলে বা শাসনতান্ত্রিক অচলাবস্থার কারণে (the failure of the constitutional machinery in the states) রাজ্যপালের পরামর্শে রাষ্ট্রপতি রাজ্য জরুরী অবস্থা জারি করতে পারেন। |
✅ যদি রাষ্ট্রপতি মনে করেন দেশের কোনো রাজ্যে বা সম্পূর্ণ দেশে a situation has arisen whereby the financial stability or credit is threatened তখন তিনি আর্থিক জরুরী অবস্থা জারি করতে পারেন। |
3. |
Proclamation of emergency and maximum time limit |
✅ ঘোষণা করার 1 মাসের মধ্যে উভয় কক্ষে পাশ করাতে হবে এবং এরপর 6 মাস বলবৎ থাকবে। ✅ প্রতি 6 মাস অন্তর উভয় কক্ষের সম্মতিক্রমে জাতীয় জরুরী অবস্থা অনির্দিষ্টকালের জন্য (can be extended to an indefinite period) বলবৎ রাখা যায়। ✅ লোকসভা National Emergency প্রত্যাহারের জন্য একটি Resolution পাস করতে পারে।
✅ Every resolution approving the proclamation of emergency or its continuance must be passed by either House of Parliament by a Special Majority (This refers to a majority of 2/3rd members present and voting supported by over 50% of the total strength of the House). |
✅ ঘোষণা করার পরে পার্লামেন্টের উভয়কক্ষে ঘোষণা 2 মাসের মধ্যে পাশ করাতে হবে এবং ঘোষণার দিন থেকে রাজ্য জরুরী অবস্থা 6 মাস অন্তর পার্লামেন্টের অনুমতি নিয়ে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত রাজ্য জরুরী অবস্থা বলবৎ রাখা যাবে। ✅ President’s Rule রাষ্ট্রপতির সম্মতিতে যেকোনো সময় প্রত্যাহার করে নেওয়া যায়। এর জন্য কোনো বিশেষ Resolution পাস করতে হয় না। ✅ Must be passed by either House of Parliament by a Simple Majority (This refers to a majority of more than 50% of the members present and voting in the House.) |
✅ ঘোষণার 2 মাসের মধ্যে উভয়কক্ষে Simple Majority নিয়ে পাশ করাতে হবে। তবে মেয়াদ বাড়ানাের জন্য বারবার সংসদের অনুমতি দরকার নেই and there is no maximum period prescribed for its operation। ✅ Financial Emergency রাষ্ট্রপতির সম্মতিতে যেকোনো সময় প্রত্যাহার করে নেওয়া যায়। এর জন্য কোনো বিশেষ Resolution পাস করতে হয় না। ✅ Must be passed by either House of Parliament by a Simple Majority (This refers to a majority of more than 50% of the members present and voting in the House.) |
4. |
Effects |
✅ Articles 20 এবং 21 উল্লেখিত মৌলিক অধিকার(Fundamental Rights) ব্যতীত রাষ্ট্রপতি মৌলিক অধিকার বাতিল করতে পারেন এবং আদালতে গিয়ে মৌলিক অধিকার বলবৎ করার অধিকার ক্ষুন্ন করতে পারেন। 🔹 19 ধারা কেবলমাত্র বাহ্যিক [External Emergency (external aggression)] কারণে ঘোষিত জরুরী অবস্থায় বাতিল করা যায়, আভ্যন্তরীণ [Internal Emergency (armed rebellion)] কারণে করা যায় না। [Article 358] |
✅ President’s Rule যখন কোনও রাজ্যে আরোপিত হয়, তখন রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য পরিষদকে হয় স্থগিত বা বরখাস্ত করেন। ✅ রাষ্ট্রপতির পক্ষ থেকে রাজ্যের গভর্নর, রাজ্যের মুখ্য সচিবের সহায়তায় রাজ্য প্রশাসনকে পরিচালনা করে। ✅ পার্লামেন্ট রাজ্যের জন্য আইন করতে পারে। ✅ এক্ষেত্রে Fundamental Right অক্ষুন্ন থাকে। |
✅ আর্থিক জরুরী অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারী কর্মচারী ও বিচারপতিদের বেতন কমাতে পারেন। ✅ বিভিন্ন সরকারি খাতে খরচ কমাতে পারেন। মানি বিল ও ফিনান্সিয়াল বিল আটকে দিতে পারেন। |
5. |
Number of Times Applied |
🔰 আজ পর্যন্ত তিনবার (3 Times) জাতীয় জরুরী অবস্থা ঘোষিত হয়েছে। 🔷 1962 (Indo-China War) 🔷 1971 (Indo - Pak War during Freedom Fight of Bangladesh) 🔷 1975 (Punjab rebellion during Indira Gandhi) সালে আভ্যন্তরীণ কারণে। |
🔰 এখনও পর্যন্ত সারাদেশে মোট 125 বারের মতো Apply করা হয়েছে। এর মধ্যে, সর্বাধিক উত্তরপ্রদেশে (10 বার) এবং অধিক সময়ব্যাপী পাঞ্জাবে (প্রায় 2000 দিন) রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে। |
🔰 আজ পর্যন্ত একবারও আর্থিক জরুরী অবস্থা ঘোষিত হয়নি। |
No comments:
Post a Comment